fbpx

৯০ দিনের মধ্যে জানাতে হবে করোনার উৎস, গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের উৎস কোথায়, কীভাবে এর সৃষ্টি এসব বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো যেন তাদের চেষ্টা দ্বিগুণ করেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেন।

একই সঙ্গে কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে – সেটি জানতে চান বাইডেন।

বাইডেন তার বিবৃতিতে জানান, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি। এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল।বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

Advertisement
Share.

Leave A Reply