fbpx

৯৭ শতাংশ পোশাক শ্রমিক শতভাগ বেতন বোনাস পেয়েছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মাহামারির মধ্যে ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ছুটি দেয়া শুরু করেছে। এরই মধ্যে ছুটি ঘোষণা করেছে অনেক কারখানায় পাশাপাশি শ্রমিকদের শতভাগ বেতন-বোনাস দেয়া হয়েছে বলে দাবি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

তবে তথ্যসূত্র বলছে, সব কারখানা এখনো ছুটির আওতায় আসেনি। কাজ চলমান রয়েছে অনেক কারেখানায় হয়নি বেতন বোনাসও। জানা যায়, ৭৭ শতাংশ কারখানা মালিকরা এ পর্যন্ত বেতন বোনাস দিয়েছে। এতে করে বেতন বোনাসের আওতায় এসেছে ৯৭ শতাংশ পোশাক শ্রমিকরা।

এর আগে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করার জন্য জোর দাবি জানানো হয়েছিল  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।

যেসব মালিক বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হবেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নেয়া হবে বলে জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

আর পোশাক শ্রমিকদের শতভাগ বেতন-বোনাস পাওয়ার বিষয়ে কাজ করছে পোশাক কারখানা মালিকদের এ সংগঠন দু’টি।

তবে বিজিএমইএ বলছে তাদের সদস্যদরা ৯৭ শতাংশ কারখানা বেতন পরিশোধ করেছে। আর যেসব কারখানায় বেতন হয়নি, তারাও ঈদের আগে বেতন দিবে ও ছুটি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply