fbpx

দেশে করোনায় সবচেয়ে কম মৃত্যুর দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ২৫৩ জনের।

১২ ফেব্রুয়ারি শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৯ মাসের মধ্যে এটিই সবচেয়ে কম প্রাণহানি। গতবছর ৬ মে ৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে।

আর গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৪২২ জন রোগী। বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন রোগী।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গতবছর ৮ মার্চ। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম রোগীর মৃতুর কথা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply