fbpx

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই আনুষ্ঠানিকভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করলেন।

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

পরিবারের সাথে মালালা। ছবি: টুইটার

শুক্রবার (২৬ নভেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সার্টিফিকেট গ্রহণ করেন মালালা। করোনা মহামারির কারণে এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গত দেড় বছর আগে পেছানো হয়েছিল।

নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করে তার ডিগ্রি অর্জনের কথা জানান মালালা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে মালালার পোস্ট করা ছবিতে দেখা যায়, সমাবর্তনের কালো গাউন ও টুপি পরেছেন তিনি। এ সময় একটি ছবিতে তার সাথে ছিলেন স্বামী আসার মালিক।

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

স্বামী আসার মালিকের সাথে মালালা। ছবি: টুইটার

আরেকটি ছবিতে দেখা গেছে তার গর্বিত বাবা জিয়াউদ্দীন ইউসুফজাই ও মা তূর পেকাই ইউসুফজাইকে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সঙ্গীদের সাথে তোলা ছবিও পোস্ট করেন মালালা।

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

মালালার গর্বিত বাবা জিয়াউদ্দীন ইউসুফজাই ও মা তূর পেকাই ইউসুফজাই। ছবি: টুইটার

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

২০১৯ সালে এজবাস্টনে ইংল্যান্ডের সাথে পাকিস্তানের খেলা দেখার সময় বন্ধুদের সাথে মালালা ও তার স্বামী মালিক। ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালের ৯ অক্টোবর জঙ্গিরা তার মাথায় গুলি করে। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করে মৃত্যুকে জয় করে ফিরে আসেন মালালা।

অক্সফোর্ড গ্র্যাজুয়েট হলেন নোবেলজয়ী মালালা!

জঙ্গীরা মাথায় গুলি করলেও মৃত্যুর সাথে লড়ে ঠিকই ফিরে এসেছেন মালালা। ছবি: ইনস্টাগ্রাম

তালেবান জঙ্গি হামলায় মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। এরপর আত্মপ্রত্যয়ী মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় স্নাতক হওয়ার কাছাকাছি চলে এসেছেন বলে নিজেই ইউটিউবের বিশেষ একটি অনুষ্ঠানে জানান গত ৮ জুন। সে সময় তার অক্সফোর্ডের মাত্র চারটি পরীক্ষা বাকি ছিল। পরবর্তীতে, স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর নিজেই টুইটারে ছবি পোস্ট করে সবাইকে আবারও খবরটি জানান তিনি।

বর্তমানে ২৪ বছর বয়সী মালালা ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটিই প্রথম।

Advertisement
Share.

Leave A Reply