fbpx

অক্সিজেন দেওয়া হচ্ছে রওশন এরশাদকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে রয়েছেন। তবে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয় বলে বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

রবিবার (১৪ নভেম্বর) বিকেলে ছেলে সাদ এরশাদ সংবাদমাধ্যমকে জানান, তার মা রওশন এরশাদের অবস্থা খুব বেশি ভালো বলা যাবে না, আবার খুব বেশি খারাপও না। তবে, বর্তমানে তার অক্সিজেন লাগছে। বাম পায়ে ইনফেকশন হয়েছে। চিকিৎসা চলছে।

দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সাদ এরশাদ বলেন, সবমিলিয়ে তার মায়ের চিকিৎসা ভালো চলছে। তবে, সুস্থ হতে আরও বেশকিছু সময় লাগবে বলে জানিয়েছেন সাদ এরশাদ।

এর আগে, গত ৫ নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়।

ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন প্রবীণ এ রাজনীতিবিদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

Advertisement
Share.

Leave A Reply