fbpx

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি দুই গোয়ান্দা সদস্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি স্পেশাল ফোর্সেসের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোয়ান্দা বিভাগের দুই সদস্য। আহত হয়েছন আরও এক জন। তার আবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের বর্ডার পুলিশ দাবি করে, ইয়ামামের এক বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার ভোরে জেনিনে প্রবেশে করে। তারা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানো সন্দেহভাজন আটকে অভিযান চালায়। এ সময় পাল্টা হামলা চালায় চালায় ফিলিস্তিনিরাও। দুই পক্ষের হামলায় ফিলিস্তিনের তিন জন গুলিবিদ্ধ হন।

প্রতক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি দুই কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত দুই কর্মকর্তার নাম আদাম আলাওয়ি ও তাইসির ইসা। তারা দুজনই পিয়ে’র সামরিক গোয়েন্দার সদস্য।

সপ্তাখানেক আগেই অবরুদ্ধ গাজা উপত্যকায়, ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২৫৬ জন। জাতিসংঘ বলছে, নিহতদের মধ্যে ১৩ জন ইসরায়েলি বাকি সবাই ফিলিস্তিনি।

Advertisement
Share.

Leave A Reply