fbpx

অধিকৃত পশ্চিম তীরে গাজায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ জেনিনে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালায়। সেখানে প্রতিদিন একাধিক ফিলিস্তিনি হত্যা করার ঘটনা যেন ইসরাইলের নিয়মিত রুটিনে পরিণত হচ্ছে।

আজ অধিকৃত পশ্চিম তীরে দুটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাছাড়া গাজা ও ইসরায়েলের সীমান্তের কাছে আরেকজন ফিলিস্তিনি এবং জেরিকোতে আরেকজন নিহত হয়েছে। এবং অধিকৃত অঞ্চলে সহিংসতার সর্বশেষ স্পাইকের মধ্যে গত ২৪ ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি পৃথক ঘটনায় আরও একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গত মঙ্গলবারও ইসরায়েলি বাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে আরো প্রায় ৩০ জন আহত হয়েছেন।

 

Advertisement
Share.

Leave A Reply