fbpx

অধিনায়কের মুন্সিয়ানায় কে কেমন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাইফুল রূপক,ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টির ধামাকা,দেখা মিলবে মারদাঙ্গা খেলা। বায়োবাবলে পাঁচ দল, মিরপুরের বাইশ গজে চব্বিশ ম্যাচের উত্তেজনা। ২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির মেলা।

ড্রাফট শেষে দল গুছিয়েছে সবাই। বেক্সিমকো ঢাকার অধিনায়কত্বে মুশফিকুর রহিম। খুলনার নেতৃত্বে মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে কাপ্তান তামিম চালাবেন বরিশাল স্কোয়াড।

ভিন্ন পথে চট্টগ্রাম আর রাজশাহী কর্তারা। তাদের পছন্দে নতুনরা। বন্দর নগরীতে মোহাম্মদ মিঠুন আর উত্তরবঙ্গে নাজমুল হোসেন শান্ত।

মিঠুন আর শান্তর জন্য চ্যালেঞ্জটা আকাশ সমান,অভিজ্ঞ তিন বড় ভাইকে টেক্কা দিতে আকঁতে হবে নিখুঁত প্ল্যান।

দেড় যুগ ধরে খেলছেন লাল সবুজ জার্সীতে। মুশফিক,রিয়াদ,তামিম তিনজনেরই আছে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা।

বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটে কাপ্তানির চাপ সামলে পারফর্ম করার সুখস্মৃতিও নাজমুল শান্তর মনে। ডিপিএলে ঢাকা আবাহনী কিংবা সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও রেখেছেন সেই প্রমাণ।

তবে মিঠুনের জন্য আসছে অ্যাসাইনমেন্টরা অনেকটাই নতুন এবং বেশ জটিল। কাপ্তানির চ্যালেঞ্জে ব্যাটে থাকবে কি রানের ফোয়াড়া? উত্তর মিলবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।

Advertisement
Share.

Leave A Reply