fbpx

অনলাইনে আবৃত্তি কর্মশালা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলা জেলায় এই প্রথম শুরু হতে যাচ্ছে অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গণের আয়োজনে” বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকমউল্লাহ আকম কর্মশালার উদ্বোধন করবেন। চারমাসব্যাপী এ কর্মশালায় ক্লাস নেবেন বাংলাদেশ ও ভারতের বাচিকশিল্পীগণ।

প্রতি শুক্রবার সকালে টানা দুই ঘণ্টা ক্লাস নেয়া হবে বলে জানান কাব্যাঙ্গণের প্রশিক্ষণ বিভাগের প্রধান অতনু করঞ্জাই ।যে কোন বয়সের যে কেউ এখানে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। ২ ডিসেম্বর অনলাইনে আবেদন কররা শেষ দিন। জনপ্রতি ফি বাবদ দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা।

কর্মশালায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সামস উল আলম মিঠু, পশ্চিমবঙ্গের সঞ্জয় চট্রপাধ্যায়, দিপংকর চট্রপাধ্যায়সহ আরো অনেকে ক্লাস নিবেন। শেষে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে ।

 

Advertisement
Share.

Leave A Reply