fbpx

অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০১৮ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গতকাল রবিবার (২৩ মে) প্রকাশিত এ ফলাফল শিক্ষার্থীরা পাবেন এসএমএসের মাধ্যমে। আর এসএমএস করতে পারবেন যে কোন অপারেটরের মোবাইল থেকে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NU<space>H3<space>Exam Roll, এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে ফলাফল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফল নিয়ে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো ধরনের অভিযোগ থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে পরবর্তীতে আর কোনো অভিযোগ গ্রহণ হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে, প্রকাশিত ফলাফলে কোনো ধরণের ভুলত্রুটি বা অসংগতি থাকলে তার পরিবর্তন, সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কেবলমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলেও উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ, ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষায় চারটি পরীক্ষা কেন্দ্রে অনার্সের ২৩টি বিষয়ে অংশগ্রহণ করেন মোট ২ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী।

Advertisement
Share.

Leave A Reply