fbpx

অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিলো ববির শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ে তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এর ফলে বরিশালের সাথে দক্ষিণের জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আন্দোলনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল নিয়েও বিক্ষোভ করেন।

এসময় আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যত দিন পর্যন্ত হামলাকারীদের আসামি করে মামলা দায়ের না হবে এবং তিন দফা দাবি আদায় না হবে, তত দিন এই অবরোধ চলবে বলেও জানান তাঁরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহনশ্রমিকদের হামলার ঘটনা ঘটে। পরদিন সকাল থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

তাদের তিন দফা দাবিগুলো হলো, মঙ্গলবারের ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং অনাবাসিক সব শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে পদক্ষেপ নেওয়া।

আজকের বিক্ষোভ থেকে জানানো হয় তিন দফা দাবি না মানলে অবরোধ প্রত্যাহার করবে না শিক্ষার্থীরা।

Advertisement
Share.

Leave A Reply