fbpx

অনুমোদন পেলে আরও আগে চীনের টিকা পেত বাংলাদেশ: লি জিমিং

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের টিকা আনার জন্য চীনে একটি বিশেষ বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। মঙ্গলবার বিমান পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ৫ লাখ টিকা আনতে মঙ্গলবার সকাল ৮ টায় চীনের উদ্দেশে রওনা হয়েছে বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন উড়োজাহাজটি।

গত ফেব্রুয়ারিতে চীনে উৎপাদিত টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দিতে চাইলে, বাংলাদেশ তার অনুমোদন দিয়েছে প্রায় তিন মাস পরে। বাংলাদেশ আগে অনুমতি দিলে চীনের টিকা আরও আগেই পাওয়া যেতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

এদিকে সোমবার এক ভার্চুয়াল সম্মেলনে লি জিমিং আরও বলেন, ‘সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ই মে’র মধ্যে বাংলাদেশে আসছে। চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।‘

Advertisement
Share.

Leave A Reply