fbpx

অন্তঃসত্ত্বা মায়েরা নিতে পারবেন করোনার টিকা: ডব্লিউএইচও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অন্তঃসত্ত্বা মায়েরা করোনার বিরুদ্ধে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রবিবার (৭ নভেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ডব্লিউএইচও।

টুইটে বলা হয়েছে, করোনায় আক্রান্ত নারীরা এই রোগে মারাত্মক ঝুঁকিতে আছেন। করোনায় আক্রান্ত হলে অপরিণত শিশুর জন্ম হতে পারে। তাই গর্ভবতী মায়েদের অবশ্যই করোনা টিকা দিতে হবে।

আরও এক টুইটে ডব্লিউএইচও বলেছে, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলেও করোনার টিকা নিতে হবে। ভবিষ্যৎ সন্তানের সুস্থতার জন্য মায়েদের টিকা নিতে হবে।

এর আগে, মার্কিন রোগ ও ওষুধ কেন্দ্রের (সিডিসি) ওয়েবসাইটে গত ১৯ অক্টোবর অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ১২ এবং তার বেশি বয়সী, এমনকি অন্তঃসত্ত্বা মায়েরাও করোনা টিকা নিতে পারবেন।

সিডিসির ওয়েবসাইটে আরও বলা হয়েছিল, অন্তঃস্বত্ত্বা মায়েদের টিকা নেওয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে আগে থেকে অবশ্যই আলোচনা করে নিতে হবে। তবে, দরকার না হলে স্বাস্থ্যসেবা সরবরাহকারীর অতিরিক্ত ডকুমেন্টেশন ছাড়াই গর্ভবর্তী মায়েরা টিকা গ্রহণ করতে পারবেন।

Advertisement
Share.

Leave A Reply