fbpx

অন্তত আরও একটা বিশ্বকাপ জিততে চান রাসেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি আন্দ্রে রাসেলকে। সামনেই আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অথচ রাসেলদের দলে পাওয়া নিয়েই শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ।

কিছুদিন আগেই প্রধান কোচ ফিল সিমন্স অনেকটাই আক্ষেপ করে বলেছিলেন তাদের অসহায়ত্বের কথা। জবাবে রাসেল ইন্সটাগ্রামে পোস্ট করে বলেছিলেন, ‘এমন একটা দিন আসারই ছিল কিন্তু আমি তবুও চুপ থাকব।’ পোস্টটি পরবর্তীতে অবশ্য ডিলিট করে দিয়েছেন ক্যারিবিয়ান তারকা।

আন্দ্রে রাসেল এই মূহুর্তে অবস্থান করছেন ইংল্যান্ডে, খেলছেন দ্য হান্ড্রেড। সেখানেই ড্যারেন স্যামির মুখোমুখি হয়ে রাসেল জানিয়েছেন, তিনি এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন।

“আমার বয়স ৩৪ এবং আমি এখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক কিংবা দুইয়ের বেশী ট্রফি জেতার স্বপ্ন দেখি”- স্কাই স্পোর্টসকে রাসেল

তবে, রাসেলকে আবারও মেরুন রঙের জার্সিতে দেখতে পাওয়া নিয়ে যে শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না, সেটা রাসেলের কথাতেই স্পষ্ট, “আমি সবসময়ই খেলতে চেয়েছি। কিন্তু দিনশেষে আমাদেরও কিছু শর্ত থাকে, তাদেরও উচিত সেগুলোর প্রতি শ্রদ্ধা দেখানো। আমাদের পরিবার আছে; স্বাভাবিকভাবেই আমরা চাইব সেরা সুযোগগুলোকে কাজে লাগাতে কারণ আমাদের তো একটাই ক্যারিয়ার।”

Advertisement
Share.

Leave A Reply