fbpx

অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ২৪, নিখোঁজ শতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মারা গেছে অন্তত ২৪ জন। এখনও নিখোঁজ রয়েছে শাতাধিক মানুষ। তিরুপতির মন্দিরে আটকা পড়ে রয়েছে কয়েকশ পুজারী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য দিয়েছে।

অনন্তপুর জেলার কাদেরি শহরে একটি ভবন ধসে নিহত হয়েছে তিন শিশুসহ পাঁচ জন।

ভারী বৃষ্টির কারণে ভূমি ধসে আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা কাড়পা জেলায়। দূর্গত এলাকায় উদ্ধার কর্মীদের সাথে অভিযানে অংশ নিয়েছে বিমান বাহিনী।

বন্যার কারণে বন্ধ হয়ে রয়েছে বেশ কিছু রেলপথ। স্থগিত রয়েছে বিমান চলাচল। কাদাপা বিমানবন্দর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কোনো ফ্লাইট ছাড়বে না বলে জানানো হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

Advertisement
Share.

Leave A Reply