fbpx

অপরচুনিটিস হাবের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বাংলাদেশের পাভেল সারওয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অপরচুনিটিস হাব হচ্ছে সারা পৃথিবীর তরুণদের উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন সুযোগ সৃষ্টির এক প্ল্যাটফর্ম।

এ হাবে ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় স্থান পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা পাভেল সারওয়ার।

অপরচুনিটিস হাব ২০২০ সালের জন্য সবচেয়ে প্রভাবশালী ১০০ তরুণের পুরস্কারের তালিকা প্রকাশ করেছে। পাভেল সারওয়ার এ তালিকায় সামাজিক উদ্ভাবক ক্যাটাগরিতে নির্বাচিত হন। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামাজিক ও নাগরিক সমস্যার সমাধান, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ইয়ুথ ডেভেলপমেন্টে সক্রিয়ভাবে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থায় কাজ করছেন। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে নাইজেরিয়া ও বিভিন্ন আফ্রিকান দেশে তরুণদের সামাজিক উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে কাজের অবদানস্বরূপ তাকে এ স্বীকৃতি দেয়া হয়।

ব্যক্তি জীবনে তিনি একজন উদ্যোক্তা, সামাজিক উদ্ভাবক গুগল সার্টিফাইট অ্যাডুকেটর ও ট্রেইনার।

পাভেল সারওয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন আমি মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্যপ্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছি। এছাড়া বিশ্বের ১৭টি দেশে এখন ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ হচ্ছে।’

২০১৮ সালে গুগল ক্রাউডসোরাস থেকে সেরা কমিনিটি লিডারের অ্যাওয়ার্ড পান এই তরুণ বাংলাদেশি।

Advertisement
Share.

Leave A Reply