fbpx

অপরাধীকে বিচারের মুখোমুখী হতে হবে, মুনিয়া মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সাথে কেউ জড়িত থাকলে বা কারও অপরাধ খুঁজে পাওয়া গেলে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীতে তার নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী আইন চলবে। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। বিষয়টি যেহেতু তদন্তাধীন আছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।‘

গত সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ আনা হয়।

মামলা সূত্রে জানা যায়, মুনিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল আনভীরের। গুলশানের ওই ফ্ল্যাটে যাতায়াত করতো আনভীর।
তবে এসব বিষয়ে সায়েম সোবহান আনভীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনও গণমাধ্যমের সাথেই কথা বলেননি তিনি।

ইতোমধ্যে সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তবে তিনি আদৌ দেশে আছেন কিনা, এ বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

Advertisement
Share.

Leave A Reply