fbpx

অপো’র বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল নির্মাতা সংস্থা অপোর বিরুদ্ধে। বুধবার (১৩ জুলাই) অপো ইন্ডিয়ার বিরুদ্ধে ৪ হাজার ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই।

কিছুদিন আগে চীনা মোবাইল সংস্থা ভিভো এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের বিবৃতি অনুযায়ী, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে অপো। এদিন সংস্থার দপ্তর ছাড়াও অপো ইন্ডিয়ার বেশ কিছু কর্মকর্তার বাড়িতেও হানা দেয় ডিআরআই। এমনকি পণ্য আমদানি সংক্রান্ত তথ্য গোপন করারও অভিযোগও উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।

অন্যদিকে চীনা সংস্থা শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি। সংস্থাটি ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতা। তাদেরই একটি ব্যাংক অ্যাকাউন্টের ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ওই সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিলো যে, কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের একটি বিরাট অংশের টাকা চীনে পাঠিয়ে দেওয়া হতো। ভিভোর বিরুদ্ধেও একই অভিযোগ উঠে। প্রায় ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা চীনে পাচার করা হয়েছে বলে ভিভোর বিরুদ্ধে অভিযোগ।

উল্লেখ্য, তদন্ত করতে গিয়ে ইডি ভিভো ইন্ডিয়ার যাবতীয় অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। ওই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে সংস্থাকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দেন দিল্লি হাইকোর্ট। এদিকে ইডি’র দাবি, ভিভো ইন্ডিয়ার পক্ষে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply