fbpx

অবরুদ্ধ গাজা উপত্যকায় করোনা টিকা আটকে দিলো ইসরায়েল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিস্তিনের পশ্চিম তীরের গাজা উপত্যকায় রাশিয়ার দেয়া করোনাভাইরাসের দুই হাজার ডোজ টিকা পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান মঙ্গলবার এ খবর নিশ্চিত করে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ প্রসঙ্গে বলেন, ‘গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।’

সংবাদে জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেয়ার জন্য এ ভ্যাকসিন পাঠানো হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply