fbpx

অবশেষে করোনা প্রণোদনা প্যাকেজে ট্রাম্পের সই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় এক সপ্তাহ দেরী করার পর অবশেষে করোনা প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর দিতে দেরি করায় নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।

হোয়াইট হাউস সূত্রের তথ্য অনুযায়ী, আইনপ্রণেতাদের চাপের মুখে রবিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছু পরে ৯০ হাজার কোটি মার্কিন ডলারের এই প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর দেন তিনি।

করোনাভাইরাসের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে লাখ লাখ আমেরিকান উপকৃত হবেন। এ প্যাকেজে করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপ এবং সহায়তা প্রদান ছাড়াও সরকারি ব্যয় বিলও অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া, আর কয়েকদিনের মধ্যে সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যেতো। এতে সরকার অচল হয়ে পরার সম্ভাবনা ছিল।

এদিকে, প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর দিতে ট্রাম্পের দেরী হলে এর পরিণাম ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্বহীনতার পরিণাম হবে ধ্বংসাত্মক, বলে সতর্ক করে এক বিবৃতিতে বলেছিলেন বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply