fbpx

অভিনেতা ও নাট্যকার মান্নান হীরার মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতা ও নাট্যকার মান্নান হীরার। ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রের এই নির্মাতা ২৩ ডিসেম্বর বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনয়ের পাশাপাশি মঞ্চ ও টেলিভিশনের জন্য নিয়মিত নাটক লিখেছেন তিনি।গত নভেম্বরেই তার লেখা মঞ্চ নাটক ‘লাল জমিন’এর ২৫০ তম শো হয়ে গেল। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য ছবিও বানিয়েছেন হীরা।

আরণ্যক নাট্যদলের সাবেক এই সভাপতি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তার লেখা, লাল জমিন, নাটক সমগ্র, পথনাটক ট্রিলজি, পথনাটক সমগ্র-১, একজন লক্ষিন্দর বইগুলো বাজারে পাওয়া যায়।নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply