fbpx

অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় দমবন্ধ হয়ে ১০ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় ১০ জন দমবন্ধ হয়ে মারা গেছেন। ওই নৌকা থেকে আরও ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। সংস্থাটি বলছে নৌকা ছোট হওয়ায় অতিরিক্ত ভিড়ের কারণে ওই ১০ জন দমবন্ধ হয়ে মারা গেছেন।

স্বেচ্ছাসেবকরা আকাশপথে নজরদারি করার সময় লিবিয়া সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি বিপৎসংকেত পান বলে জানায় এমএসএফ। এসময় ওই ডাকে সাড়া দিয়ে এগিয়ে যায় উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। একটি কাঠের নৌকার তলা থেকে ১০ জনের মরদেহ খুঁজে পান তারা।

তবে এঘটনায় এমএসএফ একটি টুইট করে। সেখানে তারা লিখেছে, এই মৃত্যু এড়ানো যেতো, সব ব্যক্তি ১৩ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর দমবন্ধ হয়ে মারা যান। ২০২১ সালে এসে আমরা এটি কীভাবে মেনে নিতে পারি?

জানা যায়, চলতি বছরেই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি ৫৯ হাজার আশ্রয়প্রার্থী ইতালি উপকূলে পৌঁছেছেন, গত বছরের তুলনায় যা কিনা ৫০ শতাংশ বেশি। এছাড়া এ বছরে এইন রুটে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২৩৬ জন।

Advertisement
Share.

Leave A Reply