fbpx

অরিন্দম শীলের পরিচালনায় ফেলুদা সিরিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওটিটি প্লাটফর্ম জি ফাইভের জন্য নতুন করে ফেলুদা সিরিজ বানানোর পরিকল্পনা চলছে। ভারতীয় পরিচালক অরিন্দম শীল পরিচালনার দায়িত্ব পালন করবেন।

শোনা যাচ্ছে, ফেলুদার চরিত্রে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায় অভিনয় করতে পারেন।

অরিন্দম শীল শবর বা ব্যোমকেশ সিরিজ়ের জন্য খুবই জনপ্রিয়। তবে এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

এই সিরিজের প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্ব রয়েছে তার কাছে।

আড্ডাটাইমসের ফেলুদা সিরিজে এর আগে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেন জুটিকে। সেই সিরিজটি পরিচালনা করেছিলেন পরমব্রত। কিন্তু অভিনেতার হাতে একাধিক প্রজেক্ট থাকায়, এবার তিনি পরিচালনার দায়িত্বে থাকছেন না।

অরিন্দমের সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। ‘মহানন্দা’, ‘খেলা যখন’ এর শুটিংও  শেষ করেছেন পরিচালক। আগামিকাল থেকে শুরু হবে ‘তিরন্দাজ শবর’ এর শুটিং।

ফেলুদা সিরিজের আরেক পরিচালক সৃজিত মুখার্জীও থেমে নেই। ফেলুদা সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে আসতে চলেছেন তিনিও, যেখানে টোটা রায়চৌধুরী ফেলুদার চরিত্রে অভিনয় করছেন।

 

Advertisement
Share.

Leave A Reply