fbpx

অর্ধেক লোকবল নিয়ে চলবে ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে অর্ধেক লোকবল নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালতের মতো সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রমও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনা করা হবে।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকের অন্যান্য কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন।

একইসঙ্গে ব্যাংকিং সেবা অব্যাহত রাখাতে প্রয়োজন অনুযায়ী নিজ বিবেচনায় ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply