fbpx

অসুস্থ অভিতাভ বচ্চন, দরকার অস্ত্রোপচার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজের বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন এখনো কাজ করে যাচ্ছেন তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে। কিন্তু হঠাৎ করেই যেন দুঃসংবাদ এলো বিগ-বি ভক্তদের জন্য। অসুস্থ অভিতাভ বচ্চন। অস্ত্রোপচার দরকার। খবরটি অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ব্লগে এই অভিনেতা লিখেছেন, ‘মেডিকেল কন্ডিশন…সার্জারি…আর কিছুই লিখতে পারছি না।’

খবরটি শোনার সাথে সাথেই ভক্তরা এই অভিনেতার জন্য প্রার্থনা শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ভক্ত লিখেছেন, ‘বচ্চনজির জন্য প্রার্থনা। দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। নিজের যত্ন নিন। আপনার জন্য ভালোবাসা ও প্রার্থনা।’

আরও একজন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার।’ একজন লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার। ডাক্তারের সব নির্দেশনা মেনে চলুন।’

গত জুলাই মাসে করোনা অক্রান্ত হন অমিতাভ বচ্চনসহ পরিবারের সবাই। করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের ‘নানাবতী’ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২ আগস্ট তিনি বাড়িতে ফিরে আসেন।

বর্ষীয়ান এই অভিনেতার যকৃতের ৭৫ শতাংশ অংশই অকার্যকর হয়ে গেছে হেপাটাইটিস বির মতো মারাত্মক ভাইরাসের আক্রমণে। এই রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল ৩০ বছরেরও বেশি সময় আগে। তারপরও থেমে যাননি তিনি। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘মে-ডে’, ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘চেহর’ সিনেমাগুলো।

Advertisement
Share.

Leave A Reply