fbpx

অস্ট্রিয়াকে বাংলাদেশে বৃহত্তর বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে বৃহত্তর বিনিয়োগের জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সাথে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কার্ল নেহামারকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য বেশ সুবিধাজনক।‘

জবাবে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন অস্ট্রিয়ার চ্যান্সেলর।

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই নেতার ফোনালাপের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: বাসস

Advertisement
Share.

Leave A Reply