fbpx

অস্ট্রিয়ায় করোনা বিধিনিষেদের বিরুদ্ধে বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রিয়ায় করোনা বিধিনিষিধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ভিয়েনা। স্থানীয় পুলিশ জানিয়েছে রবিবার প্রায় ৪৪ হাজার মানুষ এই বিক্ষোভে যোগ দেয়।

করোনা রোধে দেশেটিতে ভ্যাকসিন প্রয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে সরকারের এই নির্দেশ মানতে চায় না অনেক নাগরিক।

গেল মাসে ইউরোপীয়ো দেশের মধ্যে প্রথম অস্ট্রিয়া পুনরায় লকডাউন জারি করে। এটা রবিবার পর্যন্ত বহাল ছিল। তবে যারা ভ্যাকসিন নেননি তাদের জন্য এখনও লকডাউন বলবৎ রয়েছে। তাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। যারা ভ্যাকসিন নিবেন না তাদের জরিমানার বিধানও করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। তাদের দাবি, আরোপিত বিধিনিষেধ ও ভ্যাকসিন নেয়াকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেয়া হয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো নাশকতা ঠেকাতে রাজধানীতে হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এরই মধ্যে আটক হয়েছে বেশ কয়েক জন।

Advertisement
Share.

Leave A Reply