fbpx

অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল লণ্ডভণ্ড শক্তিশালী ঝড়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড ও মেলবোর্নের পূর্বাঞ্চলে আজ শক্তিশালী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘড়, আর শত শত গাছপালা উপড়ে গেছে।

জানা যায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ওপর দিয়ে আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বয়ে যায় এই শক্তিশালী ঝড়। ঘন্টায় প্রায় ১শ’ ১০ কিলোমিটার ছিল এসময় বাতাসের গতিবেগ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেখানের সাড়ে চার লাখেরও বেশি মানুষ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

তারা আরও জানিয়েছে, ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যায় অ্যাডেলেইড ও মেলবোর্নের পূর্বাঞ্চলীয় বহু এলাকা। এ সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টিপাতও হতে থাকে। ফলে, একটানা বজ্রপাতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, মেলবোর্নসহ পাশ্ববর্তী বিভিন্ন শহরে এরইমধ্যে সর্তকতা জারি করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষ ফোনে সাহায্যের জন্য আবেদন করেছেন।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Advertisement
Share.

Leave A Reply