fbpx

অস্ত্রোপচার সফল হলো কার্টুনিস্ট কিশোরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কিশোরের অস্ত্রোপচার শুরু হয়ে দুপুর পৌনে দুইটায় তা শেষ করে তাকে কেবিনে নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আহসান কবির।

তিনি বলেন, কিশোরের কানের পর্দায় গর্তের মতো হয়ে গেছে। এই কান দিয়ে শুনতে হলে ভেতরে বিশেষ ধরনের হিয়ারিং এইড বসাতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেটি বসানো হবে। পরবর্তীতে কি করতে হবে, ছয় মাস পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

আহসান কবির আরও বলেন, কারাগারে কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। তবে এখন ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণে। তাই আজ চিকিৎসকেরা কানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, কিশোরের চোখেও সমস্যা দেখা দিয়েছে। চোখে অস্ত্রোপচার করতে হবে বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply