fbpx

অ্যাথেন্সে প্রথম সরকারি মসজিদ, বাংলাদেশিদের কৃতজ্ঞতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে প্রথম সরকারি একটি মসজিদ খুলে দেয়া হয়েছে। এটি আরো আগে খোলার কথা থাকলেও ধারাবাহিকভাবে বিলম্বিত হয়েছিল। অ্যাথেন্সের আঠারোজন মুসলমান গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ে এখানে জড়ো হন। এদের মধ্যে বাংলাদেশি ছিলেন ১২ জন। রাজধানীতে সরকারি মসজিদ হওয়ায় তারা কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির সরকারের প্রতি।

এই মসজিদে ৩০০ জন পুরুষ এবং ৫০ জন মহিলা একসাথে নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে কোনও মিনার নেই, বক্তাদের মাইকে প্রার্থনা করা নিষিদ্ধ এবং এটি রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে।

মরক্কোতে জন্ম নেওয়া জাকি মোহাম্মদ নামের এক ব্যক্তি অ্যাথেন্সের এ মসজিদের প্রথম ইমাম। তিনি ২৫ বছর আগে গ্রিসে এসেছিলেন। আরবি, গ্রিক এবং ফরাসি ভাষায় কথা বলার দক্ষতার পাশাপাশি তিনি ধর্মতত্ত্ব এবং গণিত নিয়ে পড়াশোনা করেছেন।

মসজিদটি প্রতিদিন নামাজের আধ ঘন্টা আগে এবং শেষের আধঘণ্টা অবধি খোলা থাকবে।তবে রমজান মাসে এটি ২৪ ঘন্টাই খোলা রাখা যাবে।

Advertisement
Share.

Leave A Reply