fbpx

অ্যাস্ট্রাজেনেকার পৌনে ৮ লাখ টিকা এসেছে জাপান থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান থেকে দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (২১ আগস্ট) দুপুর ৩টা ২৪ মিনিটে টিকা নিয়ে আসা ফ্লাইটটি অবতরণ করে হযরত শাহজালাল বিমানবন্দরে।

পৌনে আট লাখ টিকা আজ দেশে আসার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এর আগে, গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালান ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা  ঢাকায় এসে পৌঁছায়। তার আগে, ৩১ জুলাই দ্বিতীয় চালান হিসেবে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং প্রথম চালান হিসেবে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় আসে।

উল্লেখ্য, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা জাপানের।

Advertisement
Share.

Leave A Reply