fbpx

অ্যাস্ট্রাজেনেকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া রক্ত জমাট বাঁধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় রক্তে জমাট বাঁধার ঘটনা অস্বাভাবিক অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা- ইএমএ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভ্যাকসিনটিতে রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনা গবেষণার পর বুধবার ইউরোপীয় মেডিসিন্স এজেন্সি এই তথ্য তুলে ধরেছে।

তবে সংস্থাটি এও জানায়, ভ্যাকসিনটি প্রয়োগে ঝুঁকির চেয়ে উপকার বেশি।

এক সংবাদ সম্মেলনে ইএমএ-এর নির্বাহী পরিচালক এমার কুক জানান, নিরাপত্তা কমিটি নিশ্চিত করেছে করোনাভাইরাস ঠেকাতে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির তুলনায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপকার বেশি।

ইউরোপীয় ইউনিয়নে ২ কোটির বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ইএমএ-এর পক্ষ থেকে রক্তে জমাট বাঁধার ৮৬টি ঘটনা পর্যালোচনা করা হয়েছে। বুধবারের পর্যালোচনায় তারা জানিয়েছে, এই পার্শ্বপ্রতিক্রিয়ার সুনির্দিষ্ট কোনও যোগসূত্র পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে ৬০ বছরের কম বয়সী নারী রয়েছেন, আছেন পুরুষও।

Advertisement
Share.

Leave A Reply