fbpx

আইনশৃঙ্খলা বাহিনী প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে : ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আইন শৃঙ্খলা বাহিনী এখন আইনের রক্ষক না হয়ে দেশবাসীর কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ আতঙ্কের কথা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

এসময় তিনি ঢাবি ছাত্রদলের তিনজন নেতাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং তাদেরকে আটকের বিষয়টি অস্বীকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে। এই অরাজকতা মানুষ আর সহ্য করবে না। সংগ্রামী জনতা পথে-ঘাটে প্রতিরোধ গড়ে তুলতে এখন প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্রসমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ‘এ ধরনের ঘটনা কেবলমাত্র দুর্বিনীত দুঃশাসনেই ঘটে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অবিলম্বে ছাত্রদলকর্মী আনিসুর খন্দকার অনিক, জুলফিকার জিসান এবং আতিক মোর্শেদকে জনসম্মুখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহবানও জানান।

Advertisement
Share.

Leave A Reply