fbpx

আইনের বিধান অনুযায়ী খালেদা জিয়া বিদেশ যেতে পারেন না: আইনমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘বিএনপি আমাকে যত গালিই দিক, আমি আইন মোতাবেকই চলবো’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ তার বক্তব্যে খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় দু’এক দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানায়।

জি এম সিরাজের দাবির জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইনের শাসন যেখানে আছে, সেখানে আমি যথেচ্ছ করতে পারি না। এটা হচ্ছে প্রকৃত ঘটনা। বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই। বিএনপি আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেকই চলব।’

আনিসুল হক আরও বলেন, ‘আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ছয় মাস পরে আরও বাড়ানো হয়েছে।’

খালেদা জিয়ার কিছু হলে এ দায় আওয়ামী লীগকে নিতে হবে জানিয়ে সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে বহন করতে হবে।’

এসময় সাজাপ্রাপ্ত হয়েও জামিন নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার উদাহরণ হিসেবে ১৯৭৯ সালে আ স ম আব্দুর রবের জার্মানিতে চিকিৎসা নিতে যাবার ঘটনা উল্লেখ করেন বিএনপির এই সংসদ সদস্য।

তার জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আ স ম আব্দুর রবকে যখন পাঠানো হয়েছিল, তখন দেশে ছিল মার্শাল ল। মার্শাল লর ধারা ফৌজদারি কার্যবিধির ধারার সঙ্গে চলে না। ওনারা যথেচ্ছ করেছেন।’

 

Advertisement
Share.

Leave A Reply