fbpx

আইসিইউতে রাহুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন রাহুল রায়। যাঁর ক্যারিয়ারের অন্যতম হিট ছবি ‘আশিকি’। প্রথম ছবির পরই রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ সূত্রে জানা যায়, দীর্ঘদীন বিরতির পর তিনি শুটিং এ ফিরেছেন। কিন্তু, কারগিলে নতুন ছবির শুটিং চলাকালে তিনি ব্রেন স্ট্রোক করেন। এরপর তাঁকে প্রথমে শ্রীনগর এবং সেখান থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। দ্রুত রাহুল রায়কে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।

জানা যায়, কারগিলের খুব ঠান্ডা আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। নীতিন কুমার গুপ্তার আসন্ন ছবি ‘এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কারগিল’ ছবির শুটিং চলছিল কারগিলে। গালোয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে বানানো হচ্ছে ছবিটি। ছবিতে তিনি মেজরের চরিত্রে অভিনয় করছিলেন।

তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তারমধ্যে ১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘আশিকি’ খুব দর্শকপ্রিয়তা লাভ করে। বিখ্যাত ছবি  ‘আশিকি’-তে রাহুলের বিপরীতে অভিনয় করেছিলেন অনু আগরওয়াল। মহেশ ভাট পরিচালিত ছবিটি সেই সময় সুপারহিট হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply