fbpx

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

গত বছর ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে তিনি এই পুরস্কার পেলেন। ২০২২ এ মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর। যেখানে ৮৪.৮৭ গড়ে তার মোট রান ৬৭৯। এ নিয়ে টানা দুই বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাবর।

২০২১ সালেও ব্যাট হাতে বেশ ধারাবাহিক পারফর্ম করেছেন বাবর। তবে ২০২২ সালে সেই পারফর্ম্যান্সকে ছাড়িয়ে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

গেল বছর মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর। যেখানে ১টি বাদে বাকি ৮টিতেই ছিলেন নিজের চেনা ছন্দে। এই ম্যাচগুলোতে তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানের এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন ফর্মে না থাকলেও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। যার ফলে এই বছরও পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। এখন দেখার বিষয় বাবর ২০২৩ সালেও ওয়ানডে ক্রিকেটে একই ধারবাহিকতা বজায় রাখতে পারেন কি-না।

Advertisement
Share.

Leave A Reply