fbpx

আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দলীয় নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও স্বার্থান্বেষী মহলও সক্রিয় হয়ে উঠেছে। তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে সর্বদা সতর্ক হতে হবে।

শনিবার (১ এপ্রিল) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় রমজানে সাধারণ মানুষের ভোগান্তি হয়, এমন কার্যক্রম এড়িয়ে চলতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে এক-এগারোর কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে উঠেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগ দিয়েছে। তারা যেন দেশে কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। সেই সঙ্গে রমজানে বিএনপি আন্দোলনে নামলে কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না।

তবে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে। মানুষের যাতে ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে, যোগ করেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো ইস্যু নিয়ে বলেন, আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেক না বুঝেই তাদের কর্মকাণ্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রথম আলোর কার্যক্রম সতর্ক থেকে পর্যবেক্ষণ করতে হবে।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দ্রুত দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ারও নির্দেশ দেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply