fbpx

আওয়ামী লীগকে শত্রু বলায় বিএনপিকে কড়া জবাব কাদেরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা শত্রুর পাশাপাশি আওয়ামী লীগ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয়। দায়িত্বশীল বিরোধীদল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে।’

বিএনপি মুখে গণতন্ত্রের বুলি নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালন করছে মন্তব্য করে কাদের বলেন, ‘অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি। বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব। বিএনপি মুখে গণতন্ত্রের বুলি নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালন করছে।’

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে বলেই পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার নীলনকশায় জড়িত এবং বেনিফিশিয়ারি তারা। শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১শে অগাস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি।’

বিএনপি নির্বাচন ভয় পায়, আতঙ্কবোধ করে বলেই সরে দাঁড়ায় এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই। এদেশের সমৃদ্ধি নয়, ধ্বংসই বিএনপির মনোবাসনা। যাদের ক্ষমতা লিপ্সার কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে ধরণা দেয়, তারা আওয়ামী লীগের ক্ষতি সাধনের জন্য, দেশ ও জাতির যেকোনো ক্ষতি করতেও প্রস্তুত।’

Advertisement
Share.

Leave A Reply