fbpx

আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের মানুষ ক্ষমতাসীন দলের ওপর অতিষ্ঠ হয়ে গেছে, তাই আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ ও সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘জনগণ কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে?’ মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কথার জবাবে একথা বলেন মির্জা ফখরুল।

‘বিএনপি জানে নির্বাচনে তারা জিততে পারবে না। জেতার সম্ভাবনা নেই বলেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করছে, মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টির চেষ্টা করছে।,‘ প্রধানমন্ত্রীর একথার উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁরা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। জীবিকারও কোনো নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ অতিষ্ঠ। তাঁদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে।‘

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তাঁরা ক্ষমতায় এসেছিলেন। এখন ৭০ টাকা কেজির চাল। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাঁরা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।‘

ইসি নিয়োগে সার্চ কমিটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়, অভিযোগ করে ফখরুল বলেন, ‘যে অভিজ্ঞতা আমাদের আছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, সরকারের নিজস্ব লোকজনকে প্রাধান্য দিয়েই কমিটি গঠন করা হয়। এটা জনগণের সাথে ধোঁকাবাজি। গত বছর এবং তার আগের অভিজ্ঞতা থেকে পরিষ্কারভাবে দেখা গেছে, সরকার তার নিজের পছন্দমতো লোকজনকে দিয়ে কমিটি তৈরি করে এবং সেটাকেই নির্বাচনে কাজে লাগায়।‘

Advertisement
Share.

Leave A Reply