fbpx

আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পৌর নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জে শুক্রবার মধ্যরাতে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে ঘটিত সংঘর্ষের পর নবীগঞ্জ পৌর এলাকার সব জায়গায় উত্তেজনা দেখা দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি বেশ থমথমে।

আহতদের মধ্যে একজন বিএনপি কর্মীর অবস্থা আশংকাজনক হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া, ছাত্রলীগ নেতা জাহেদ রুবেলসহ আহত অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই বিএনপি সমর্থককে আটক করেছে বলে জানায় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

এদিকে, ফেনীর দাগনভূঁইয়া পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরপর দু’টি কককেট বিস্ফোরণ হয়েছে।

আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ফেনীর দাগনভূঁইয়া পৌরসভা নির্বাচনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বে থাকা অবস্থায় এক আনসার সদস্য আহত হন। পাশাপাশি, এ ভোটকেন্দ্রের পাশেই এ সময় দুই ছাত্রলীগ কর্মীও আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে, প্রিজাইডিং অফিসার ঘটনার পর আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি বর্তমানে শান্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply