fbpx

আকরাম খানের কবিতা ‘দু:স্থ শিল্পীর আর্তি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আকরাম খানের জন্ম ১৯৭৪ সালে ঢাকায়। যুক্ত চলচ্চিত্র সংসদ আন্দোলনে। এখনও আছেন শর্টফিল্ম ফোরামের সাথে। আকরাম খান পেশায় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। কথা সাহিত্যেও নিজেকে প্রকাশে সাবলীল তিনি। এ সময়ের প্রাসঙ্গিকতায় তাঁর ‘দু:স্থ শিল্পীর আর্তি’ কবিতাটি রিপ্রিন্ট করা হলো।

আমাকে বেকার ভাতা দেয়া হোক অথবা বয়স্ক,
নেয়া হোক বৃদ্ধাশ্রমে, আপত্তি নাই চালান দিলে হাজতে
বিখ্যাত কত ব্যক্তিই তো জেলখানার মেহমান হয়েছে।

লুজ সিট হয়ে খসে যেতে চাই না এই শহরের ফুটপাতে,
দুঃস্বপ্ন দেখে নানা মাপের সেন্ডেল-জুতা-হিলের তল
থেকে প্রায়ই জেগে উঠি ঘর্মাক্ত।
আমাকে নারী, আদিবাসী নয়তো মুক্তিযোদ্ধা কোটায়
সামিল করা হোক
সম্মানিত পরিসংখ্যানবিদ যে কোনো সুবিধাবঞ্চিত খাতে
আমাকে রাখা হোক টুকে।

অচল মুদ্রা হয়ে থাকতে চাই না ঠাসাঠাসি করে
প্রাক্তন পয়সাদের সাথে সৌখিন কিশোরের টিনের কৌটায়।
শিল্পে চিরা ভেজে না আর
কবিতারে কাটে ইঁদুরে
আবর্জনার ঝুড়ি থেকে সাহিত্য চলে গেছে ময়লার গাড়িতে।
প্রাচীরেরও নাকি আছে কর্ণ।

দেয়ালের মাননীয় কানেরা,
নোটবুকে সন্দেহভাজনদের তালিকা থেকে আমাকে মুছে ফেলা হোক।
বিশ্বাস করেন,
যে কোনো আকারের খোপে নিশ্চিত এঁটে যাব
যদি থাকে বরাদ্দ,
বৌ বাচ্চা নিয়ে টিকে থাকাই এখন একমাত্র আরাধ্য।

Advertisement
Share.

Leave A Reply