fbpx

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা এক নারীর করোনা শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ৩৪ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (১০ মে) তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

জানা যায়, গত ৭ মে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসেন তিনি। তার বাড়ি বগুড়া জেলার সুতাপুরের গোয়ালরোডে।

ভারত থেকে ফেরা ওই নারীসহ অন্যদের বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। গতকাল সোমবার তাদের করোনা পরীক্ষা করা হলে, অন্যদের নেগেটিভ আসলেও ওই নারীর করোনা পজেটিভ এসেছে। তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে হোটেলের সবাইকে পুনরায় করোনা পরীক্ষা করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

তবে ওই নারী বলছেন, বাংলাদেশে আসার ৭২ ঘণ্টা আগে তাকে করোনা টেষ্ট করানো হলে তা নেগেটিভ আসে। কিন্তু দেশে ফিরে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর তার পজিটিভ এসেছে। এছাড়াও তিনি বলেন, ‘আমার করোনা আক্রান্তের শারীরিক কোনো লক্ষণ নেই, ভালো আছি’।

Advertisement
Share.

Leave A Reply