fbpx

আগামী এক বছর গাড়ি কিনতে পারবে না কোনো ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের আমদানি ব্যয় কমাতে আগামী এক বছর ব্যাংকগুলো কোনো গাড়ি কিনতে পারবে না।

দেশে বৈদেশিক মুদ্রার বাজারে চলমান অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বুধবার (২৭ জুলাই) ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

এসব খাতের সাশ্রয় করা অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না বলেও জানানো হয়।

সরকার আমদানি ব্যয় কমানোর ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগের অংশ হিসেবে এ নির্দেশনা দিয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সামষ্টিক অর্থনীতি বর্তমানে কিছুটা অস্থিতিশীল আছে।

২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত আগের অর্থবছরের তুলনায় আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার হয়েছে।

এ সময়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কমে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply