fbpx

আগামী দিনেও হাসিনার সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার মমতার  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চিঠির উত্তর দিতে গিয়ে আবেগে আপ্লুত হলেন মমতা।

বৃহস্পতিবার লেখা এক চিঠিতে তিনি এ কথা জানিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পত্রে মমতা লিখেছেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

আগামী দিনেও হাসিনার সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার মমতার  

মমতা আরও লিখেছেন, ‘এই জয় বাংলার মা-মাটি-মানুষের জন্য। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।

গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরও অনেক কাজ আমরা করবো। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেব–এই আমাদের অঙ্গীকার বলেও চিঠিতে উল্লেখ করেন মমতা।

দুই বাংলার সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে মমতা জানান, ‘দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’

Advertisement
Share.

Leave A Reply