fbpx

আগামী বছর চালু হবে কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশটি চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন করার পর তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী জানান, শাহজালাল বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ৬৬ দশমিক ২৫ শতাংশ কাজ হয়ে গেছে। আশা করা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে প্রথম ধাপের কাজ শেষ হলে তখন চলাচলের জন্য ওই অংশ খুলে দেওয়া সম্ভব হবে। বাকি কাজ পরের বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সব মিলিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপের মধ্যে এ পর্যন্ত গড়ে ৩০ দশমিক ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply