fbpx

আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে সংসদ অধিবেশন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন। সেদিন বিকেল চারটায় সংসদের শীতকালীন অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার (১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা যায়, এ বছরের সংসদ অধিবেশন হবে একাদশ সংসদের ১৬তম অধিবেশন। সাধারণত, শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। কিন্তু, এবারও করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত দুই বছর জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাংবাদিকদের সংসদ ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি, সাংসদদের বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়। পাশাপাশি, অধিবেশন কক্ষে সাংসদদের উপস্থিতি সীমিত রাখা হয়।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেই দুই বছর করোনা পরীক্ষা করার পরই সাংসদদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। পাশাপাশি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা পরীক্ষা করিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply