fbpx

আগে নিবন্ধন, পরে অনলাইন পোর্টাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। অনলাইন সংবাদ মাধ্যমে শৃঙ্খলা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব। আমরা আলোচনা করেছি, আগামী বছর থেকে কোনো অনলাইনকে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।’

বর্তমানে নিবন্ধন ছাড়া যেসব অনলাইন সংবাদ মাধ্যম চালু আছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত চালুর পর নিবন্ধন দেওয়া চালু রেখেছি এজন্য যে অনেকগুলো অনলাইন চালু আছে। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছি অনেক পরে।’

এদিকে সরকারের নিষেধাজ্ঞা না মেনে যেসব আইপি টিভি সংবাদ প্রচার করছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, ‌’যে আইপি টিভি খবর প্রচার করে, খুব সহসা সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আইপি টিভি সারা পৃথিবীর বাস্তবতা, এটি নিউ মিডিয়া। এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি, এটি হতে পারে না। এজন্য আইপি টিভি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছি। যেগুলো সত্যিকার অর্থে কাজ করতে চায়, তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হবে।’

কোনো আইপি টিভি কোনো টেলিভিশনের নামের সঙ্গে মিল রেখে নাম দিলে তাকে নিবন্ধন দেওয়া হবে না বলেও জানান তিনি।

অন্যদিকে বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড যখন পাঠাবে, তখনই দেশে সেগুলোর সম্প্রচার শুরু হবে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাকে কেবল অপারেটররা বলছে, বিদেশি টেলিভিশনগুলো এখন ক্লিন ফিড পাঠাবে। আমি বলেছি, ক্লিন ফিড পাঠালে আমরা চালাব, এত দিন পাঠায়নি কেন? ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব তো তাদেরই। তারা অন্যান্য দেশে পাঠায় আমাদের এখানে পাঠাবে না কেন?’

যারা ক্লিন ফিড করে চ্যানেল চালু করতে পারবে তারা চালু করবে, যে পারবে না সে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটির উপকার পুরো গণমাধ্যম পাবে। খুব সহসা এটির উপকার আপনারা দেখতে পাবেন। এটি দেশের স্বার্থেই করা হয়েছে।’

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন করার অতিরিক্ত ফি বাস্তবায়ন সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এটি করা হলে দেশের শিল্পীরা ও বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান সবাই উপকৃত হবে।

Advertisement
Share.

Leave A Reply