fbpx

আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, টোঙ্গায় পৌঁছেছে প্রথম বিদেশি সাহায্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রথম বিদেশি সাহায্য পৌঁছেছে। দেশটিতে নিউজিল্যান্ডের একটি সামরিক বিমান পানীসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে টোঙ্গায় পৌঁছেছে।

সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১৫ জানুয়ারি, শনিবার টোঙ্গার উপকূলে টোঙ্গা-হুনগা হাপাই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরেই দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগরে উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় টোঙ্গার আবহাওয়া দপ্তর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে। পরে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।

অগ্ন্যুৎপাতের কারণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো ছাইয়ে ঢেকে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংবাদ মাধ্যম বিবিসিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply