fbpx

আজ দেশে আসছে ফাইজারের ১ লাখ ডোজ টিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ রাতে দেশে আসছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের এক লাখ ৬২০ ডোজ করোনা টিকা। জাতিসংঘ থেকে দেশে পাঠানো এটাই হবে ফাইজারের প্রথম টিকার চালান।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

শামসুল হক জানান, ‘কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রবিবার (৩০ মে) রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে’।

তিনি আরও জানান, ফাইজারের এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর আজ রবিবার ফাইজারের টিকা আসার বিষয়ে সংবাদমাধ্যমকে জানায়।

Advertisement
Share.

Leave A Reply