fbpx

আজ মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস ‘খোয়াবনামা’। উপন্যাস থেকে তা এবার আসছে মঞ্চে। একই নামে মঞ্চে এনেছে ‘প্রাচ্যনাট’ নাট্যদল। দলটির ৩৭তম প্রযোজনা এটি।

মো. শওকত হোসেন সজীবের নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। আজ শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’ নাটকটি।

এই নাটকে অভিনয় করছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর দিয়েছেন রাহুল আনন্দ, সঙ্গীতে আছেন নীল কামরুল। কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন। মঞ্চ পরিকল্পনায় রয়েছেন এবি এস জেম ও আলোকসজ্জায় ঠান্ডু রায়হান।

Advertisement
Share.

Leave A Reply